ব্লু-হোয়েল গেম নিয়ে সতর্কতা জারি।লিংক সরিয়ে ফেলার নির্দেশ কেন্দ্রের

  • অনলাইন গেম ব্লু-হোয়েল চ্যালেঞ্জ খেলতে গিয়ে আত্মহত্যা
  • করে ভারতের বেশকয়েকটি শহরের স্কুল ছাত্র।ওয়েস্টবেঙ্গল ও এই গেমের খপ্পর থেকে রেহাই পাইনি।পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের এক ছেলে এই গেম খেলতে গিয়ে আত্মহত্যা করেছে।তাই গুগল,ফেসবুক,হোয়াটআপ সহ সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে এই গেমের লিংক সরিয়ে ফেলার নির্দেশ দিলো কেন্দ্র সরকার।তথ্যপ্রযুক্তি মন্ত্রকের থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট জায়ান্টএর কাছে এই গেমের লিংক সরানোর চিঠি পাঠানো হয়।এই গেমের নামে অন্য গেম থাকলে সেটাও সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।
ব্লু হোয়েল একটা মারণ গেম যেটা তে 50 দিনের টাস্ক দেওয়া হয় যাতে প্রথম দিকে উচু জায়গায় গিয়ে বসা,কারোর সাথে কথা না বলা,হাতে ব্লেড বা ধারালো কিছু দিয়ে দাগ কাটা,ইত্যাদি এইভাবে এমন ভাবে মগজধোলাই করা হয় যাতে শিকার গেম খেলা বন্ধ করতে পারে না 50 তম দিন পর্যন্ত এবং 50 তম দিনে আত্মহত্যা করতে বলা হয়।এই গমের স্রষ্টা philipp Budeikin কে সম্প্ৰতি গ্রেপ্তার করা হয়েছে।
তবে এই গেম তা কিভাবে খেলা হয় সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে।কিছু জন বলছেন প্লে স্টোরে ইনস্টল এর মাধ্যমে,কিছু জন বলছেন ইনস্ট্রাগ্রামে বা ফেইসবুক এর মাধ্যমে কিছু লিংক থেকে।তাই বর্তমানে মা বাবা দের একটু সচেতন থাকতে বলা হচ্ছে। বিশেষ করে স্কুল পড়ুয়া দের বাবা মা দের।
সতর্ক করার উদ্দেশেই এই পোস্ট।

Comments

Popular posts from this blog

Pages 1

links 18

করোনাভাইরাস (coronavirus) আতঙ্কে পিছোতে পারে পুরভোট, বৈঠকের পর নেওয়া হবে সিদ্ধান্ত