তিন তালাক দিতেই থানায় ছুটলেন স্ত্রী। তারপর যা হলো শুনলে আপনিও চমকে যাবেন..


সুপ্রভাত ডিজিটাল: স্বামী তিন তালাক দিতেই থানায় পৌঁছলেন স্ত্রী সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটে বীরভূমের দুবরাজপু নামক এক এলাকায়। জানা গেছে ২০১৫ সালে দুবরাজপুরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শের খাঁ-কে বাড়ির না বলে পালিয়ে বিয়ে করেছিলেন মিলি বিবি।

পরে সব ঠিক হয়ে যায় এবং বাড়ির লোক মেনে নেন। শের খাঁ পেশায় বিড়ি শ্রমিক ছিলেন। পরিবারের তরফে জানানো হয়েছে শের খাঁ পণ হিসাবে কানের দুল ও কুড়ি হাজার টাকা দাবি করেন এবং মেয়ের বাড়ির লোক তা সব দেন। মিলি যানান তার স্বামী সেই কানের দুল তার কাছ থেকে চায় যা সে বাপের বাড়ি থেকে পেয়েছিল।

কিন্তু মিলি সেটি দিতে চায়না যার ফলে মিলিকে তিন তালাক দেন শের খাঁ। মিলিও ছেড়ে দেবার মেয়ে ছিল না সে সঙ্গে সঙ্গে ছুটে যায় দুবরাজপুর থানায় সেখানে গিয়ে পুরো ঘটনাটি যানান এবং সেখানে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

তিনি বলেন আমি জানি তিনতালক নিসিদ্ধ তাই আমি আর ভয় করিনী। সেখান কার স্থানীয় কাউন্সিলার শেখ নাজিরউদ্দিন বলেন আমরা চাই ওরা আবার সংসার শুরু করুক। সব ঘটনার পর স্বামী জেল হবার ভয়ে সব শিকার করেন আমি ভুল করেছি যা বলেছি তা রাগের মাথায় আমি সব ঠিক করে নিতে চাই।

Comments

Popular posts from this blog

পশ্চিমবঙ্গে ন্যাশানাল সিটিজেন রেজিস্টার (NRC) নিয়ে রাজনৈতিক চাপানউতোর লেগেই আছে। আর এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি (BJP) এর মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীদের বের করার কথা বলেন। কৈলাস বিজয়বর্গীয় বলেন, আমরা খুব শীঘ্রই সংসদে নাগরিক সংশোধন বিল পেশ করতে চলেছি, আর ওই বিল পাশ করানোর পর NRC নিয়ে তদন্ত শুরু হবে। এর সাথে সাথে উনি বলেন, পশ্চিমবঙ্গে পাকিস্তান আর বাংলাদেশ থেকে আসা হিন্দুরাও যায়গা পাবে। কিন্তু বাকি অনুপ্রবেশকারীদের ঘার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। রাজ্য বিজেপির পর্যবেক্ষক বিজয়বর্গীয় বলেন, আমাদের সরকার পশ্চিমবঙ্গে NRC কাগু করবে। আর এরপর একটিও হিন্দুকে বাংলা ছেড়ে অন্যত্র যেতে হবেনা। বজয়বর্গীয় তৃণমূল কংগ্রেস এর নাম না নিয়ে আক্রমণ করে বলেন, কিছু দল আর তাঁদের নেতা/নেত্রীরা NRC নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। বিজয়বর্গীয় বলেন, তৃণমূলের নেতারা NRC এর নামে মানুষের মধ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করছে। উনি বলেন, ‘বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব হিসেবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, NRC লাগু হবেই, কিন্তু একটাও হিন্দুকে দেশ ছেড়ে যেতে হবেনা। প্রত্যকে হিন্দুকে ভারতের নাগরিকতা দেওয়া হবে।” আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে NRC নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল আর বিজেপি লাগাতার একে অপরের উপর NRC নিয়ে আক্রমণ করেই চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার NRC কে একটি ভুয়ো অভিযান আখ্যা দিয়ে এটির বিরোধিতা করেন। এবং উনি বিজেপির উপর অভিযোগ তুলে বলেন, বিজেপি NRC নিয়ে রাজ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে, আর এর জন্য এখনো পর্যন্ত রাজ্যের ছয় জন মারা গেছে। আরেকদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজ্যে NRC লাগু করা নিয়ে একটি অনুষ্ঠান করতে আগামী ১লা অক্টোবর কলকাতায় পা রাখছেন। আনন্দবাজার

links 18

Pages 1