‘ভারতে নারীরা অসুরক্ষিত’- জার্মানিতে গিয়ে এইভাবেই ভারতের অপমান করলেন রাহুল গান্ধী।

রাজনৈতিক ক্ষমতায় যে সরকার থাকে তার বিরোধিতা করায় বিরোধীদের মূল কাজ। শুধু ভারত নয় প্রত্যেক লোকতান্ত্রিক দেশে এই নিয়ম রয়েছে। কিন্তু রাজনৈতিক স্বার্থে সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের দুর্নাম ও দেশের ক্ষতি যদি কোনো দেশের বিরোধীরা করে থাকে তাহলে সেটা একমাত্র ভারতেই। হ্যাঁ আরো একবার মোদী সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের এক বিশাল ক্ষতি করে বসলো সোনিয়া পুত্র কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। আসলে এখন রাহুল গান্ধী জার্মানিতে রয়েছেন। জার্মানি এই মুহূর্তে ইউরোপের মূল কেন্দ্রে পরিণত হয়েছে কারণ জার্মানির জিডিপি সবথেকে বেশি রয়েছে। জানিয়ে দি, রাহুল গান্ধী ইউরোপে গিয়ে বেশকিছু বক্তব্য রেখেছেন যার মধ্যে ২ টি বক্তব্য মিডিয়ার খুব বেশি চর্চিত হচ্ছে। প্রথমত রাহুল গান্ধী জার্মানিতে বলেছেন ভারতে নারীরা খুবই অসুরক্ষিত, ভারতের পুরুষ সমাজ নারীদের উপর ভীষণ অত্যাচার করে।

দ্বিতীয়ত রাহুল বলেন বেকারত্বের কারণে কম বয়সী যুবকরা isis যোগ দান করে। এখন প্রশ্ন উঠতে পারে যে রাহুল গান্ধীর এই মন্তব্যে ভারতের কি এমন ক্ষতি হবে। ভারত একটা দেশ প্রাচীন দেশ যার সঙ্গস্কৃতি খুবই আকর্ষণীয় আর এই দিকেই লক্ষ রেখে বহু বিদেশি পর্যটক প্রত্যেক বছর ভারতে বেড়াতে আসেন। এই কারণে এই পর্যটক ব্যাবস্থার উপর দেশের প্রায় কয়েক লক্ষ মানুষের রোজকার দাঁড়িয়ে রয়েছে। তাতে সেটা বিভিন্ন পর্যটন স্থানে থাকা হোটেলের সাথে জুড়ে থাকা মানুষ হোক , গাইডের কাজ করা ব্যাক্তি হোক বা অন্য কোনোভাবে পর্যটন কেন্দ্রের সাথে জুড়ে থাকা ব্যাক্তি হোক।

রাহুল গান্ধী ভারতের সবথেকে পুরানো দল কংগ্রেসের সভাপতি হয়ে যখন এই কথা বলেছেন তখন নিশ্চিতভাবে ইউরোপের কিছু শতাংশ মহিলার উপর এই বক্তব্যের প্রভাব পড়বে আর এতে ক্ষতি হবে ভারতের পর্যটনক্ষেত্রের সাথে জুড়ে থাকা ব্যাক্তিদের। লক্ষণীয় বিষয় এই যে রাহুল গান্ধী শুধুমাত্র নিজের ব্যক্তিগত লাভের জন্য ভারতের সম্পর্কে এই রকম কুমন্তব্য রোটিয়েছে। এটা সকলের কাছেই স্পষ্ট যে ভারতে নারীরা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। যদিও কিছু ব্যাক্তি ভারতের দুর্নাম করার জন্য কট্টরপন্থী ইসলামিক দেশগুলির থেকেও ভারতকে অসুরক্ষিত বলে ঘোষণা করে।

দ্বিতীয়ত, রাহুল গান্ধী বলেছেন যুবকেরা বিনা রোজকারের জন্য isis এ যোগ দান করেন। আসলে এই বক্তব্যের মাধ্যমে রাহুল গান্ধী আত্নকবাদীদের মূল শিকড়ে মাটি দিয়ে সেটাকে লুকানোর চেষ্টা করছেন। একই সাথে রাহুল গান্ধী বেকার যুবকদের অপমানও করেছেন। এটা এখন যেকোনো সচেতন ব্যাক্তি জানেন যে আতঙ্কবাদীর মূল শিকড় ধর্মীয় গোঁড়ামি। কিন্তু রাহুল গান্ধী ও বামপন্থী নেতারা নিজেদের স্বার্থে মূল কারণকে লুকিয়ে রেখে এই আতঙ্কবাদীদের বাঁচানোর কাজ করে যায়।

The post ‘ভারতে নারীরা অসুরক্ষিত’- জার্মানিতে গিয়ে এইভাবেই ভারতের অপমান করলেন রাহুল গান্ধী। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2Myi85h
24 ghanta

Comments

Popular posts from this blog

পশ্চিমবঙ্গে ন্যাশানাল সিটিজেন রেজিস্টার (NRC) নিয়ে রাজনৈতিক চাপানউতোর লেগেই আছে। আর এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি (BJP) এর মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীদের বের করার কথা বলেন। কৈলাস বিজয়বর্গীয় বলেন, আমরা খুব শীঘ্রই সংসদে নাগরিক সংশোধন বিল পেশ করতে চলেছি, আর ওই বিল পাশ করানোর পর NRC নিয়ে তদন্ত শুরু হবে। এর সাথে সাথে উনি বলেন, পশ্চিমবঙ্গে পাকিস্তান আর বাংলাদেশ থেকে আসা হিন্দুরাও যায়গা পাবে। কিন্তু বাকি অনুপ্রবেশকারীদের ঘার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। রাজ্য বিজেপির পর্যবেক্ষক বিজয়বর্গীয় বলেন, আমাদের সরকার পশ্চিমবঙ্গে NRC কাগু করবে। আর এরপর একটিও হিন্দুকে বাংলা ছেড়ে অন্যত্র যেতে হবেনা। বজয়বর্গীয় তৃণমূল কংগ্রেস এর নাম না নিয়ে আক্রমণ করে বলেন, কিছু দল আর তাঁদের নেতা/নেত্রীরা NRC নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। বিজয়বর্গীয় বলেন, তৃণমূলের নেতারা NRC এর নামে মানুষের মধ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করছে। উনি বলেন, ‘বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব হিসেবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, NRC লাগু হবেই, কিন্তু একটাও হিন্দুকে দেশ ছেড়ে যেতে হবেনা। প্রত্যকে হিন্দুকে ভারতের নাগরিকতা দেওয়া হবে।” আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে NRC নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল আর বিজেপি লাগাতার একে অপরের উপর NRC নিয়ে আক্রমণ করেই চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার NRC কে একটি ভুয়ো অভিযান আখ্যা দিয়ে এটির বিরোধিতা করেন। এবং উনি বিজেপির উপর অভিযোগ তুলে বলেন, বিজেপি NRC নিয়ে রাজ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে, আর এর জন্য এখনো পর্যন্ত রাজ্যের ছয় জন মারা গেছে। আরেকদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজ্যে NRC লাগু করা নিয়ে একটি অনুষ্ঠান করতে আগামী ১লা অক্টোবর কলকাতায় পা রাখছেন। আনন্দবাজার

links 18

Pages 1