একমাত্র পশ্চিমবঙ্গেই গণতন্ত্র আছে, দেশ অথবা দেশের অন্য কোন রাজ্যে নেইঃ মমতা ব্যানার্জী


রাজ্যের মুখ্যমন্ত্রী আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জী বলেন, শুধুমাত্র এরাজ্যেই গণতন্ত্র আছে, দেশের অন্য কোথাও গণতন্ত্র নেই, সব যায়গায় গণতন্ত্র বিপন্ন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, গণতন্ত্রে বিক্ষোভ প্রদর্শন গুরুত্বপূর্ণ। যেদিন বিক্ষোভ প্রদর্শন নিজের মূল্য খুইয়ে দেবে, সেদিন ভারত, ভারত হওয়া বন্ধ করে দেবে। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী বলেন, এনআরসি পশিমবঙ্গ অথবা দেশের অন্য কোন রাজ্যে হবেনা। অসমে এটা ‘অমস সমঝোতা” এর কারণে হয়েছে। অসম সমঝোতা ১৯৮৫ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আর অল অসম স্টুডেন্ট ইউনিয়িন এর মধ্যে হয়েছিল।

মমতা ব্যানার্জী বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে ভয় সৃষ্টি করা বিজেপিকে আমি ধিক্কার জানাই, বিজেপির এই ভয় তৈরি করার কারণে এখনো পর্যন্ত রাজ্যে ছয় জনের মৃত্যু হয়েছে। আপনারা আমার উপর ভরসা রাখুন, আমি বাংলায় এনআরসি লাগু হতে দেবনা। ভারতীয় জনতা পার্টির উপর দেশে অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ তুলে মমতা ব্যানার্জী বলেন, তৃণমূল কংগ্রেসের শাসনে একমাত্র পশিমবঙ্গে গণতন্ত্র আছে। দেশের আর কোথাও গণতন্ত্র নেই।

উনি বলেন, বিজেপি দেশের মানুষের থেকে রোজগার ছিনিয়ে নিয়েছে, ভারতের অর্থব্যাবস্থা নীচে নিয়ে গেছে বিজেপি সরকার। বিজেপি শুধু নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজ করে যাচ্ছে। উনি বলেন, আমরা সরকারি সম্পত্তি গুলোকে বেসরকারীকরণ এর বিরুদ্ধে আগামী ১৮ই অক্টোবর রাস্তায় নামছি। আমরা দেখেছি, বিজেপি, আরএসএস আর এবিভিপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি করেছে। ওরা এরকম ভাবে অশান্তি করে ক্ষমতায় আসতে চাইছে। আমরা এটা হতে দেবনা। উনি আসানসোলের প্রসঙ্গ তুলে বলেন, ওখানে মুনমুন সেনকে হারিয়ে বাবুলকে ক্ষমতায় এনেছে মানুষ। দেকেছেন তো? আমাদের ভোট না দেওয়ার ফল কি হয়।
sangbad pratidin

Comments

Popular posts from this blog

পশ্চিমবঙ্গে ন্যাশানাল সিটিজেন রেজিস্টার (NRC) নিয়ে রাজনৈতিক চাপানউতোর লেগেই আছে। আর এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি (BJP) এর মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীদের বের করার কথা বলেন। কৈলাস বিজয়বর্গীয় বলেন, আমরা খুব শীঘ্রই সংসদে নাগরিক সংশোধন বিল পেশ করতে চলেছি, আর ওই বিল পাশ করানোর পর NRC নিয়ে তদন্ত শুরু হবে। এর সাথে সাথে উনি বলেন, পশ্চিমবঙ্গে পাকিস্তান আর বাংলাদেশ থেকে আসা হিন্দুরাও যায়গা পাবে। কিন্তু বাকি অনুপ্রবেশকারীদের ঘার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। রাজ্য বিজেপির পর্যবেক্ষক বিজয়বর্গীয় বলেন, আমাদের সরকার পশ্চিমবঙ্গে NRC কাগু করবে। আর এরপর একটিও হিন্দুকে বাংলা ছেড়ে অন্যত্র যেতে হবেনা। বজয়বর্গীয় তৃণমূল কংগ্রেস এর নাম না নিয়ে আক্রমণ করে বলেন, কিছু দল আর তাঁদের নেতা/নেত্রীরা NRC নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। বিজয়বর্গীয় বলেন, তৃণমূলের নেতারা NRC এর নামে মানুষের মধ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করছে। উনি বলেন, ‘বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব হিসেবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, NRC লাগু হবেই, কিন্তু একটাও হিন্দুকে দেশ ছেড়ে যেতে হবেনা। প্রত্যকে হিন্দুকে ভারতের নাগরিকতা দেওয়া হবে।” আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে NRC নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল আর বিজেপি লাগাতার একে অপরের উপর NRC নিয়ে আক্রমণ করেই চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার NRC কে একটি ভুয়ো অভিযান আখ্যা দিয়ে এটির বিরোধিতা করেন। এবং উনি বিজেপির উপর অভিযোগ তুলে বলেন, বিজেপি NRC নিয়ে রাজ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে, আর এর জন্য এখনো পর্যন্ত রাজ্যের ছয় জন মারা গেছে। আরেকদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজ্যে NRC লাগু করা নিয়ে একটি অনুষ্ঠান করতে আগামী ১লা অক্টোবর কলকাতায় পা রাখছেন। আনন্দবাজার

links 18

Pages 1