ট্রাম্প মোদীর ভালো বন্ধু, আশা ছেড়ে দিন! ডাল গলবে না আপনার! ইমরান খানকে পরামর্শ পাক সংবাদ মাধ্যমের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে পাকিস্তানি মিডিয়া পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পরামর্শ দিলো। পাকিস্তানের সংবাদ মাধ্যম অনুযায়ী, ট্রাম্পের নজর ভারতের ভোটারদের উপর আছে। ইমরান খানের ডাল গলবে না সেখানে। দ্য ডন বুধবার তাঁদের খবরের কাগজে লেখে, ইমরান খান কাশ্মীর ইস্যু নিয়ে গোটা বিশ্বের নজর নিজের দিকে করতে চাইছেন। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ওনাকে কেউ আর পাত্তা দিচ্ছেনা। হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সামনে এও বলেছেন যে, মোদী সরকারের সবথেকে বড় উপলব্ধি হল কাশ্মীর সমস্যার সমাধান করা।

পত্রিকায় আরও লেখা হয়, রাষ্ট্রপতি ট্রাম্প স্বয়ং ইসলামিক সন্ত্রাসবাদ নিয়ে বললেন, এর মানে এটাই যে, এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় ভোটারদের ট্রাম্প শিবিরে টেনে আনাই প্রধান লক্ষ্য ছিল। এর সাথে সাথে আন্তর্জাতিক মঞ্চে আরও এক উঠতি শক্তি দেখলো বিশ্ব।

আরেকদিকে দ্যা ট্রিবিউন পত্রিকা লেখে, হাউডি মোদী অনুষ্ঠানের সময় একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম পরোক্ষ ভাবে এগিয়ে দিলেন। আরেকদিকে ডোনাল্ড ট্রাম্পও মোদীর পাশে দাঁড়িয়ে ইসলামিক সন্ত্রাসবাদের কথা বলে গেলেন। ট্রাম্প এটাই চায় যে, আমেরিকায় থাকা ৪০ লক্ষ প্রভাবশালী ভারতীয় তাঁকেই সমর্থন করুক।

আপনাদের জানিয়ে রাখি, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সোমবার ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথেও দেখা করেছিলেন। একদিকে মোদীর সাথে বৈঠকে ট্রাম্প বাণিজ্য চুক্তি এবং কাশ্মীর নিয়ে কথাবার্তা বলেন, আরেকদিকে পাক প্রধানমন্ত্রী ইমরানের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাশ্মীর ইস্যু নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান তিনি।
Anandabazar Patrika Today

Comments

Popular posts from this blog

Pages 1

links 18

করোনাভাইরাস (coronavirus) আতঙ্কে পিছোতে পারে পুরভোট, বৈঠকের পর নেওয়া হবে সিদ্ধান্ত