২০০০ টাকার নোট নিয়ে RBI এর বড় সিদ্ধান্ত চিন্তায় ফেলবে আপনাকেও !

দিল্লি: নোটগুলির প্রবর্তন এবং কালো টাকা বন্ধ করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগের বছরে  ২০০০ টাকার  নোট বার করার এক বড় সিদ্ধান্ত সরকারের সাথে নিয়েছিল। আরবিআই এর এই সিদ্ধান্ত আপনার টেনশন বাড়তে পারে। প্রকৃতপক্ষে, সারা দেশ জুড়ে পরবর্তী তিন মাস RBI এর পাশাপাশি ২০০ এবং এর নিচে ছোট নোট শুধুমাত্র উপলব্ধ করা হবে। কেন এল RBI এই সিদ্ধান্ত আরবিআই এই সিদ্ধান্ত ২০০০ টাকা এর শোর্টেজ এবং এটিএম মধ্যে ২০০ এবং এর ছোট ছোট নোট না চলার কারণ আছে।আরবিআই বলছে যে এটিএম উপর নির্ভরতা কম পরবে। অন্যদিকে ছোট নোট আসলে  কালো ধনকেও লাগাম  লাগানো যাবে। উপলব্ধ ২০০০ এর নোট এটিএম  ফিড হবে। কিন্তু এখন পর্যন্ত ছোট মুদ্রা চালু করা যাবে না। ২০০০  টাকা বন্ধ ভারতীয় রিজার্ভ ব্যাংকের ২০০০ টাকা  নোট বন্ধ করা হয়েছে এবং বর্তমান অর্থ বছরে তাদের এবং কোনও ছাপা হবে না ২০০০ টাকার নোটগুলির ওপর সরকারের পাশাপাশি সময়ব্যাপী বিবৃতি আসছে। এই বছর এপ্রিল মাসে সরকার দ্বারা রাজশাহীতে বলা হয় যে ২০০০ টাকা নোটের বিস্মরণকরণের কোন পরিকল্পনা নেই। আগস্টে অর্থমন্ত্রী অরুণ জেটলি যখন প্রশ্ন করা হয়েছিল যে কি সরকার ২০০০ টাকার নোটগুলির ধাপে ধাপে প্রবর্তন করার চেষ্টা করছে, তখন তিনি বলেন , 'না, এ রকম কোন ধারণা নেই।







Comments

Popular posts from this blog

পশ্চিমবঙ্গে ন্যাশানাল সিটিজেন রেজিস্টার (NRC) নিয়ে রাজনৈতিক চাপানউতোর লেগেই আছে। আর এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি (BJP) এর মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীদের বের করার কথা বলেন। কৈলাস বিজয়বর্গীয় বলেন, আমরা খুব শীঘ্রই সংসদে নাগরিক সংশোধন বিল পেশ করতে চলেছি, আর ওই বিল পাশ করানোর পর NRC নিয়ে তদন্ত শুরু হবে। এর সাথে সাথে উনি বলেন, পশ্চিমবঙ্গে পাকিস্তান আর বাংলাদেশ থেকে আসা হিন্দুরাও যায়গা পাবে। কিন্তু বাকি অনুপ্রবেশকারীদের ঘার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। রাজ্য বিজেপির পর্যবেক্ষক বিজয়বর্গীয় বলেন, আমাদের সরকার পশ্চিমবঙ্গে NRC কাগু করবে। আর এরপর একটিও হিন্দুকে বাংলা ছেড়ে অন্যত্র যেতে হবেনা। বজয়বর্গীয় তৃণমূল কংগ্রেস এর নাম না নিয়ে আক্রমণ করে বলেন, কিছু দল আর তাঁদের নেতা/নেত্রীরা NRC নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। বিজয়বর্গীয় বলেন, তৃণমূলের নেতারা NRC এর নামে মানুষের মধ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করছে। উনি বলেন, ‘বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব হিসেবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, NRC লাগু হবেই, কিন্তু একটাও হিন্দুকে দেশ ছেড়ে যেতে হবেনা। প্রত্যকে হিন্দুকে ভারতের নাগরিকতা দেওয়া হবে।” আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে NRC নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল আর বিজেপি লাগাতার একে অপরের উপর NRC নিয়ে আক্রমণ করেই চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার NRC কে একটি ভুয়ো অভিযান আখ্যা দিয়ে এটির বিরোধিতা করেন। এবং উনি বিজেপির উপর অভিযোগ তুলে বলেন, বিজেপি NRC নিয়ে রাজ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে, আর এর জন্য এখনো পর্যন্ত রাজ্যের ছয় জন মারা গেছে। আরেকদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজ্যে NRC লাগু করা নিয়ে একটি অনুষ্ঠান করতে আগামী ১লা অক্টোবর কলকাতায় পা রাখছেন। আনন্দবাজার

links 18

Pages 1