নিজের বাবার খুনে খুনিকে ক্ষমা করে নিজেই ফাঁসলেন রাহুল গান্ধী বলছে এই রিপোর্ট..


সুপ্রভাত ডিজিটাল: রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী। তাঁর মতে রাজীব গান্ধীকে আর্থিক লাভের জন্য খুন করা হয়েছিল সুপারি কিলার দিয়ে। সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন যে, তিনি এবং তার বোন প্রিয়াঙ্কা তাঁর বাবার(রাজীব গান্ধী) খুনিকে ক্ষমা করে দিয়েছেন।


রাহুল গান্ধীর এই বক্তব্যের জেরে সুব্রামনিয়াম স্বামী টুইটারে বলেছেন, এলটিটিই হত্যাকারীদের রাহুলের ক্ষমা করে দেওয়ার পিছনে একটা গোপন রহস্য আছে, হয়তো সুপারি কিলারের হাত আছে।স্বামী জানিছেন রাজীব পরিবারের সঙ্গে এলটিটিই-র বোঝাপড়া থাকতে পারে।স্বামী বলেছেন, রাজীব প্রকৃত দেশপ্রেমিক ছিলেন।

তাঁর হত্যাকারীদের কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। সংবাদ সংস্থার মাধ্যমে জানা যায় যে, শ্রীলঙ্কায় ভারতীয় সেনা পাঠানোর প্রতিবাদেই রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। কিন্তু ভারতীয় সংসদে এলটিটিই-র বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠানোর প্রস্তাব পাশ করেছিলেন স্বয়ং রাজীব গান্ধী। প্রথম পর্যায়ে নলিনী নামে এক মহিলাকে অভিযুক্ত করা হয়েছিলো এবং তাঁর ফাঁসির আদেশ এসেছিল। কিন্তু পরে তা পরিবর্তন করে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু কেন এমন হলো, এই বিষয় নিয়ে প্রশ্ন তুললেন স্বামী। শুধু তাই নয়, তিনি আরোও প্রশ্ন করলেন যে, নলিনীকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সনিয়া গান্ধী স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছিলেন কেন? প্রিয়াঙ্কা কেন জেলে ওই মহিলার সাথে দেখা করতে যেতেন? নলিনীর মেয়েকে কেন ইংল্যান্ডে পড়ানোর উদ্যোগ নিয়েছিলেন সনিয়া গান্ধী? তাহলে কি অভিযুক্তা নলিনীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে? এই নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সুব্রামনিয়াম স্বামী।




*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******

Comments

Popular posts from this blog

পশ্চিমবঙ্গে ন্যাশানাল সিটিজেন রেজিস্টার (NRC) নিয়ে রাজনৈতিক চাপানউতোর লেগেই আছে। আর এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি (BJP) এর মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীদের বের করার কথা বলেন। কৈলাস বিজয়বর্গীয় বলেন, আমরা খুব শীঘ্রই সংসদে নাগরিক সংশোধন বিল পেশ করতে চলেছি, আর ওই বিল পাশ করানোর পর NRC নিয়ে তদন্ত শুরু হবে। এর সাথে সাথে উনি বলেন, পশ্চিমবঙ্গে পাকিস্তান আর বাংলাদেশ থেকে আসা হিন্দুরাও যায়গা পাবে। কিন্তু বাকি অনুপ্রবেশকারীদের ঘার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। রাজ্য বিজেপির পর্যবেক্ষক বিজয়বর্গীয় বলেন, আমাদের সরকার পশ্চিমবঙ্গে NRC কাগু করবে। আর এরপর একটিও হিন্দুকে বাংলা ছেড়ে অন্যত্র যেতে হবেনা। বজয়বর্গীয় তৃণমূল কংগ্রেস এর নাম না নিয়ে আক্রমণ করে বলেন, কিছু দল আর তাঁদের নেতা/নেত্রীরা NRC নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। বিজয়বর্গীয় বলেন, তৃণমূলের নেতারা NRC এর নামে মানুষের মধ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করছে। উনি বলেন, ‘বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব হিসেবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, NRC লাগু হবেই, কিন্তু একটাও হিন্দুকে দেশ ছেড়ে যেতে হবেনা। প্রত্যকে হিন্দুকে ভারতের নাগরিকতা দেওয়া হবে।” আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে NRC নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল আর বিজেপি লাগাতার একে অপরের উপর NRC নিয়ে আক্রমণ করেই চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার NRC কে একটি ভুয়ো অভিযান আখ্যা দিয়ে এটির বিরোধিতা করেন। এবং উনি বিজেপির উপর অভিযোগ তুলে বলেন, বিজেপি NRC নিয়ে রাজ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে, আর এর জন্য এখনো পর্যন্ত রাজ্যের ছয় জন মারা গেছে। আরেকদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজ্যে NRC লাগু করা নিয়ে একটি অনুষ্ঠান করতে আগামী ১লা অক্টোবর কলকাতায় পা রাখছেন। আনন্দবাজার

links 18

Pages 1