মমতা ব্যানার্জীর সততার পর্দাফাঁস করলেন বিজেপি নেতা মুকুল রায়।

প্রাপ্তন তৃনমূল নেতা এবং বর্তমান বিজেপি নেতা মুকুল রায় যাকে তৃনমূলের 2nd Man বলা হত। যিনি ছিলেন মুখ্যমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ। তাকে মুখ্যমন্ত্রী মমতার ডান হাত হিসাবেই ধরা হত। এবার সেই মুকুল রায় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দুর্নীতি ও মুসলিম তোষণ থেকে জর্জরিত হয়ে তৃনমূল ত্যাগ করে চলে আসা মুকুল তার প্রাপ্তন দলনেত্রীর তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘোরতোর অভিযোগ আনলেন। মুকুল রায় বলেন যে, বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীর রয়েছে বিপুল পরিমানে সম্পত্তি। তার আরও দাবি যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীকভাবমূর্তির আড়ালে রয়েছে বিরাট পরিমানে গোপন সম্পত্তি। সেই সম্পত্তির পরিমান প্রায় ১২০০ কোটি।

এক সংবাদ পত্রের কাছে মুকুল রায় দাবি করেন যে কিছু দিন আগে মমতা একটি পারিবারিক অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রের দাম ছিল ৪০০ টাকা। তিনি আরও বলেন যে “রাজ্যের যারা আইপিএস ও আই.এএস অফিসার রয়েছেন তারা এখন থেকেই সততার সঙ্গে কাজ করা শুরু করে দিন। কারন আর মাত্র তিন বছর পরই পশ্চিমবঙ্গ থেকে মমতার সরকার ক্ষমতা চ্যুত হবে। তৃনমূলের প্রাপ্তন এই নেতা বলেন যে এখন বাংলাতে যেভাবে কাজকর্ম চলছে সেটা বিজেপি আর বেশি দিন হতে দেবে না। এর বিরোধীতা খুব ভালো করেই করতে জানি আমরা।

মুকুল রায় এই দিন তৃণমূল কংগ্রেস সরকারের উপর আরও গুরুতর অভিযোগ করে বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষকে দেওয়া কথা রাখতে পারে নি তৃনমূল। যেভাবে বদল আনার কথা ছিল রাজ্যে তার বিন্দু মাত্র কাজ করতে পারে নি তৃনমূল সরকার। বাংলার মানুষ কে ঠকিয়েছে এরা। এই কারনে রাজ্যের ভালোর জন্য, রাজ্যের উন্নয়ন করার জন্য সাধারন মানুষকে তিনি বলেছেন বিজেপিকে সাপোর্ট করবার জন্য।

বাংলার জন্য কাজ করার সু্যোগ চেয়ে তিনি বলেন এবার বাংলায় বিজেপি সরকার আনতে হবে। দিকে দিকে রাজ্যের সমস্ত মানুষকে তিনি একযোগে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। মুকুল বলেন যে আমার জন্য পরম সৌভাগ্য যে আমি প্রধানমন্ত্রীর মত একজন মানুষের দেখানো পথে চলতে পারছি এবং তার সাথে হাতে হাত মিলিয়ে বাংলার উন্নতি করতে চাই আমি।
#অগ্নিপুত্র

The post মমতা ব্যানার্জীর সততার পর্দাফাঁস করলেন বিজেপি নেতা মুকুল রায়। appeared first on India Rag.



from India Rag https://ift.tt/2KgH9M6
24 ghanta

Comments

Popular posts from this blog

পশ্চিমবঙ্গে ন্যাশানাল সিটিজেন রেজিস্টার (NRC) নিয়ে রাজনৈতিক চাপানউতোর লেগেই আছে। আর এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি (BJP) এর মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীদের বের করার কথা বলেন। কৈলাস বিজয়বর্গীয় বলেন, আমরা খুব শীঘ্রই সংসদে নাগরিক সংশোধন বিল পেশ করতে চলেছি, আর ওই বিল পাশ করানোর পর NRC নিয়ে তদন্ত শুরু হবে। এর সাথে সাথে উনি বলেন, পশ্চিমবঙ্গে পাকিস্তান আর বাংলাদেশ থেকে আসা হিন্দুরাও যায়গা পাবে। কিন্তু বাকি অনুপ্রবেশকারীদের ঘার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। রাজ্য বিজেপির পর্যবেক্ষক বিজয়বর্গীয় বলেন, আমাদের সরকার পশ্চিমবঙ্গে NRC কাগু করবে। আর এরপর একটিও হিন্দুকে বাংলা ছেড়ে অন্যত্র যেতে হবেনা। বজয়বর্গীয় তৃণমূল কংগ্রেস এর নাম না নিয়ে আক্রমণ করে বলেন, কিছু দল আর তাঁদের নেতা/নেত্রীরা NRC নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। বিজয়বর্গীয় বলেন, তৃণমূলের নেতারা NRC এর নামে মানুষের মধ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করছে। উনি বলেন, ‘বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব হিসেবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, NRC লাগু হবেই, কিন্তু একটাও হিন্দুকে দেশ ছেড়ে যেতে হবেনা। প্রত্যকে হিন্দুকে ভারতের নাগরিকতা দেওয়া হবে।” আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে NRC নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল আর বিজেপি লাগাতার একে অপরের উপর NRC নিয়ে আক্রমণ করেই চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার NRC কে একটি ভুয়ো অভিযান আখ্যা দিয়ে এটির বিরোধিতা করেন। এবং উনি বিজেপির উপর অভিযোগ তুলে বলেন, বিজেপি NRC নিয়ে রাজ্যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে, আর এর জন্য এখনো পর্যন্ত রাজ্যের ছয় জন মারা গেছে। আরেকদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজ্যে NRC লাগু করা নিয়ে একটি অনুষ্ঠান করতে আগামী ১লা অক্টোবর কলকাতায় পা রাখছেন। আনন্দবাজার

links 18

Pages 1